eng
competition

× You have to be logged in to report a text for spam.
× You have to be logged in to report a text for spam.

Text Practice Mode

পদ্মা সেতু

created Sep 11th 2022, 18:11 by pabitradas1


0


Rating

196 words
1 completed
00:00
বাংলাদেশের অন্যতম দীর্ঘতম নদী পদ্মা উপর নির্মিত সেতুই পদ্মা সেতু নামে পরিচিত হচ্ছে। এটি একটি বহুমুখী সেতু অর্থ্যাৎ এখানে সড়ক রেল উভয়ই থাকবো পদ্মা নদীর উপর নির্মিত এই সেতুটি বাংলাদেশের পদ্মা নদী সংলগ্ন মুন্সিঞ্জের লৌহজংয় শরীয়তপুর এবং মাদারীপুর জেলাকে সংযুক্ত করা হয়েছে। নিজস্ব অর্থায়নে নির্মিত সেতুটি বাঙালি জাতীয় জন্যে গৌরব বিস্ময়ের বাংলাদেশের বৃহত্তম বরিশাল জেলাকে একত্রিক করার রক্ষ্যে উক্ত সেতু প্রকল্পের স্বপ্ন দেখে বাংলাদেশ। যার ফলে একটি বিশাল এলাকার সাথে মূল ভূখন্ডের মিলন ঘটবে। কিন্তু এই বিশাল প্রকল্পের জন্যে অর্থ সহযোগীতা দেয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের। যার দুনীর্তির দায়ে বাতিল করা হয়। তাই বাংলাদেশ সরকার জনগণের টাকায় এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করে। এবং দীর্ঘ যাত্রা শেষে ২০২০ এসে এই স্বপ্ন সম্পূর্ণ হয়। পদ্মা যেহেতু বাঙালির নিজের অর্থায়নে নির্মিত সেতু তাই বরাবরই এই তাদের গর্বের স্বপ্নের ব্যাপার। কারণ এর পূর্বে এত বড় মাপের প্রকল্প একা করা সম্ভব হয়নি। প্রিয় পাঠক পদ্মা সেতু সম্ভাবনাময় বাংলাদেশ রচনা নিয়ে এই আর্টিকেলটি তৈরি আমরা শ্রেষ্টা করেছি এই ট্রেন্ডিং টপিকরে উপর মানানসই কিছু পয়েন্ট দিয়ে সুন্দরভাবে সাজানোর। তবে আপনি চাইলে কিছু টপিক পরিবর্তন বা পরিবর্ধন বা পরিবর্ধন করে নিজের মতো সাজাতে পারেন। চলুন বাকী অংশ পড়ে নেওয়া যাক।  
 
 

saving score / loading statistics ...